সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দা ও ভ্রমণকারীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জনপ্রিয় পারিবারিক গন্তব্য—গ্লোবাল ভিলেজ আগামী ১৫ অক্টোবর থেকে ‘মৌসুম ৩০’ শুরু করতে যাচ্ছে।
গ্লোবাল ভিলেজ এ মৌসুমে অতিথিদের স্বাগত জানাবে ২০২৬ সালের ১০ মে পর্যন্ত। ভিলেজের ২৯ মৌসুমে রেকর্ড ১ কোটি ৫ লাখ অতিথি ভ্রমণ করেছিলেন।
ঐতিহাসিক ৩০তম মৌসুমের পর্দা উন্মোচনের প্রস্তুতি হিসেবে গ্লোবাল ভিলেজ প্রতিশ্রুতি দিচ্ছে অনন্য অভিজ্ঞতা, আন্তর্জাতিক খাবার এবং বিশ্বমানের শপিংয়ের।
গ্লোবাল ভিলেজ ইতিমধ্যেই আমিরাতে একটি প্রধান মৌসুমি আকর্ষণে পরিণত হয়েছে। এখানে থাকবে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, আন্তর্জাতিক খাবার, কেনাকাটা ও লাইভ শো।
সূত্র: থালিজ টাইমস
Discussion about this post