মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের এক চুক্তিতে স্বাক্ষর করেছে সিরিয়া। দেশের বন্দর অবকাঠামো ও লজিস্টিক পরিষেবার উন্নয়নের লক্ষ্যে আমিরাতি ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সিরিয়ার স্থল ও সামুদ্রিক বন্দর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত মে মাসে দুই পক্ষের মাঝে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ধারাবাহিকতা হিসেবে নতুন ওই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান দুবাই ওয়ার্ল্ডের সহযোগী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সিরিয়ার ভূমধ্যসাগর উপকূলীয় তারতুস বন্দরে একটি বহুমুখী টার্মিনাল নির্মাণ এবং শিল্প ও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে সহযোগিতার লক্ষ্যে ওই চুক্তি সই করেছে।ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
গত মাসে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যক্রম বাতিল করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় দেশটির বিচ্ছিন্নতার অবসানের পথ তৈরি ও গৃহযুদ্ধে বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সিরিয়ায় কাজ করা মানবিক সংগঠনগুলোর সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যের পথ সহজ এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
Discussion about this post