মুন্সীগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেনঘটনার সময় মাকে রক্ষা করতে এলে জাহান শরীফ রতন তার বোন মনি আক্তারকে দা দিয়ে কোপানোয় অপর একটি ধারায় তাকে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছে আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত আসামি জাহান শরীফ রতন সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার মৃত ছাবেদ আলী সেখের ছেলে। রায় ঘোষণার সময় তাকে কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। রায় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে
Discussion about this post