ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেম সাইফুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে দুতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
সাইফুল ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম গজারিয়া পূর্ব বাজারের পাশে একটি মক্তবের ভবনে থাকতেন। ওই ভবনের দোতলা ছাদে দুপুরের দিকে তিনি বিছানা রোদে শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় সাইফুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
Discussion about this post