ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে শাহজালাল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান।
আহত শিক্ষার্থীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যায়, একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সাদা প্রাইভেটকার তাদের উপর তুলে দেয়।
Discussion about this post