সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের হাতে মো: সাব্বির হোসেন (২৬) নামে অন্য এক প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে।
গত রোববার (৩ মার্চ) সৌদি আরবের জেদ্দা শহরে এঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্য বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা কাটা-কাটির সময় ঝগড়ায় লিপ্ত হলে একপর্যায়ে কিলঘুষির শিকার হন। পরে এ ঘটনার বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যেতে চাইছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গলা টিপে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠে।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী প্রবাসী ফরিদ মিয়া মোবাইলের মাধ্যমে বিষয়টি জানান। সাব্বির সংসারের স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। তার নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেআই/
Discussion about this post