আরব আমিরাতে র্যাফেল ড্রতে ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক মোহাম্মাদ শরীফ। যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি টাকা। খবর গালফ নিউজ।
রোববার (০৩ মার্চ) র্যাফেল ড্রর গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ শরীফ নামের ওই প্রবাসী আমিরাতের বিজনেস বে-তে প্রোকিউরমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। একবছরের বেশি সময় আগে অনলাইনে বিগ টিকিট কিনেছিলেন।
জানা যায়, তার অন্য ২০ সহকর্মীকে নিয়ে যৌথভাবে এই টিকিট কিনেছিলেন শরীফ। পুরস্কার জয়ের পর শরীফ বলেন, আমি ভারত থেকে আমার পরিবারকে নিয়ে আশার করছি। এরপর নিজস্ব ব্যবসা শুরু করতে চাই। এ ছাড়াও পুরস্কারের একটি অংশ আমি দান করতে চাই।
Discussion about this post