স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার দৃষ্টিনন্দন মন্দিরটি খুলে দেওয়ার পর প্রায় ৬৫ হাজার দর্শনার্থী সেখানে ভিড় করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো নির্মিত একটি মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এরপর দর্শনার্থীদের ঢল নেমে আসে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শুক্রবার সকালেই মন্দিরটি খুলে দেওয়া হয়। এরপর সেখানে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়। বিকেল হতে হতে দর্শনার্থীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যায়।
রোববার (৩মার্চ) দেশটিতে ছিল ছুটির দিন। এ দিনেও হাজার হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গনে জড়ো হন। এ মন্দিরে যাওয়ার জন্য দর্শনার্থীদের সুবিধার্থে আলাদা রাস্তাও তৈরি করেছে আমিরাত সরকার।
মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বেশির ভাগ মানুষ মন্দিরটিতে প্রার্থনা করেছেন। সব মিলিয়ে ৬৫ হাজার দর্শনার্থীর প্রার্থনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।
বিএপিএস হিন্দু মন্দিরে প্রধান স্বামী ব্রাহ্মবিহারিদাশ বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্থানীয় কর্তৃপক্ষ মন্দিরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছেন। মন্দিরটি সম্প্রীতির বন্ধন সৃষ্টি করবে।
জেআই/
Discussion about this post