ব্যক্তিগত সততার জন্য পুলিশ দুবাই প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি থানার শাহনগরের আইউব আলী তালুকদারের পুত্র আজিজুদ্দীন তালুকদার (৩৬) কে পুরস্কৃত করেছে।
বাংলাদেশী এই তরুণটি সোমবার রাত সাড়ে এগারোটায় দুবাইর নায়েফ গোল্ড সুক হতে এক বৃটিশ দম্পতিকে কার লিফট দেন। তারা দুবাইর আল বাশরাস্থ আতানা হোটেলে যাওয়ার পথে বাশরায় ম্যাকডোনাল্ডস এ খাওয়াদাওয়ার পর রাত দেড়টায় তাদের হোটেলে পৌঁছান। দম্পতিটিকে হোটেলে নামিয়ে দিয়ে আজিজ তার নায়েফের বাসায় ফিরে যান।
পরবর্তীতে আজ মঙ্গলবার বেলা ১২-০০টার দিকে নায়েফ পুলিশ স্টেশন থেকে তার কাছে ফোন আসে যে তার গাড়িতে সোমবার রাতে ওঠা বৃটিশ দম্পতি তাদের হ্যান্ডব্যাগে পাসপোর্ট,ক্রেডিট কার্ড সহ মূল্যবান সামগ্রী ও একটি আইফোন ফেলে এসেছেন। আজিজ পুলিশকে জানান যে যাত্রীরা পিছনের সিটে বসেছিলেন এবং তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পরে তিনি গাড়িতে ব্যাগ দেখে খবর পাবার ১০ মিনিটের মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নায়েফ পুলিশ স্টেশনে পৌঁছান এবং বৃটিশ দম্পতির উপস্থিতিতে ডিউটি অফিসার মোহামেদ ইয়াকুব গাড়ির পেছনে দরজা খুলে ব্যাগ উদ্ধার করে তার মালিককে ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি ব্যাগে তাদের হারানো সামগ্রী ঠিকমতো বুঝে পাওয়ার পর আজিজকে নগদ অর্থ পুরস্কার দিতে চাইলে আজিজ তা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেন যে, তিনি কেবল তার দায়িত্ব পালন করেছেন,এটা তার পারিবারিক শিক্ষা এবং এ জন্য কোন বিনিময়মূল্য নেবেন না।
আজিজের সততা ও দায়িত্ববোধে মুগ্ধ হয়ে দুবাই পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয়।
পরে আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ব্রিটিশ দম্পতিটি নায়েফ গোল্ড সুক থেকে তার গাড়িতে ওঠায় তার মনে হয়েছিল তাদের ব্যাগে স্বর্ণ ও মূল্যবান জুয়েলারি থাকতে পারে। তাই তিনি যাত্রীর উৎকণ্ঠের কথা ভেবে দ্রুত পুলিশ স্টেশনে চলে এসেছিলেন।
ব্রিটিশ দম্পতি বাংলাদেশী তরুণের সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ব্যাগ ফিরে না পেলে তাদের পক্ষে আজ লন্ডনে ফেরার নির্ধারিত ফ্লাইটটি ধরা সম্ভব হত না।
আমিরাতে ইমেজ সংকটে থাকা বাংলাদেশীদের জন্য আজিজ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হলেন।
Discussion about this post