হজ বা ওমরাহ পালন করতে নারী যাত্রীর সঙ্গে মাহরাম (রক্ত সম্পর্কের পুরুষ আত্মীয়) থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সৌদি আরব। সোমবার (১০ অক্টোবর) কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। বিশ্বের যেকোনো দেশ থেকে নারীরা সৌদি আরব এসে হজ বা ওমরাহ পালন করবেন বলে জানান তিনি।
সৌদি গেজেট সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে হজ বা ওমরাহ ভ্রমণে নারীদের সঙ্গে মাহরাম থাকা শর্ত কিনা তা নিয়ে বিতর্ক চলছিল।
অবশেষে কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী এ বিতর্কের অবসান ঘটান। এসময় তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আল-রাবিয়াহ বলেন, ‘হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয়। বিশ্বের যেকোনো দেশ থেকে যেকোনো ভিসা নিয়ে সৌদি আসলে ওমরাহ করা যাবে। ’
এসময় তিনি হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এ বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ’
আল-রাবিয়াহ বলেন, পবিত্র মক্কার মসজিদুল হারামের ইতিহাসে সর্বকালের বৃহত্তম সম্প্রসারণ ঘটেছে। পবিত্র গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণে দুই মিলিয়নের বেশি সৌদি রিয়াল ব্যয় হয়েছে।
সাম্প্রতিক সময়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের জন্য প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘মুসল্লিদের সেবা দিতে মসজিদে রোবটিক্স কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া অল্প সময়ের মধ্যে ভিসাসহ মুসল্লিদের সার্বিক সুযোগ-সুবিধা দিতে ‘নুসুক’ অ্যাপ আরো উন্নত করা হয়েছে। ’
সূত্র : সৌদি গেজেট
Discussion about this post