জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু আরাফাত হুসাইন (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ মিনারে শহীদ আরাফাত হুসাইনের জানাজা হবে । রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল আরাফাত। উত্তরা ১৪নং সেক্টর কবরস্থানে সোমবার তাকে দাফন করা হবে।
এর আগে, আরাফাত শরীরের একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মাঝেই পৃথিবী ত্যাগ করেন শিশু আরাফাত।
Discussion about this post