চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। এটি আলুর বাজার এলাকায় নোঙর করা অবস্থায় ছিল।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে লাশগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, নদীতে নোঙর করা এমভি আল বাখিরা লাইটার জাহাজের বিভিন্ন স্টাফ রুমে লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।
Discussion about this post