সৌদির দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে।
এ হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
একই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হল সৌদির ওই বিমানবন্দরে।
যদিও এখন পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন।
মঙ্গলবার দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কয়েক বছর ধরে ইয়েমেনের হুথি ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে।
সেই যুদ্ধের ফলেই এ হামলা কিনা তা এখনো জানা যায়নি।
Discussion about this post