জাহান্নামের দরজা শিগগির খুলে যাবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি ওই মন্তব্য করেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।তিনি বলেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শিগগির জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলিতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের লক্ষ্য।
কাটজ আরও বলেন, ‘যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে গাজা শহর রাফাহ ও বেইত হানুনে পরিণত হবে।’ দুটি শহর ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো পরিস্থিতিই নেই। বর্তমানে এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে ওই দুই শহর।
Discussion about this post