ইনসাফপূর্ণ সমাজ গঠনে যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবতর্ণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার এক অডিও বার্তায় তিনি আরো বলেন, রমযান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে।
চরমনোই পীর বলেন, কুরআনের শাসন দেশে না থাকায় সমাজ ও রাষ্ট্রের যে দূরাবস্থা তা বলার অপেক্ষা রাখে না। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতির যে ভয়াবহ চিত্র, তা যে কোন মানুষকেই ব্যথিত করে। তিনি বলেন, মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকায় মানুষ মহামারী ও দুর্যোগের মধ্যেও অসহায় মানুষর মুখের আহার কেড়ে নিতে দ্বিধা করে না। চুরি-ডাকাতি, খুন, র্ধষণ করতেও একটুকু চিন্তা করে না। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সকলকে কাজ করতে হবে।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, সরকারদলীয় লোকেরা অসহায়-গরীব-দুঃখি মানুষের চাল-ডাল ও তেল চুরির পর এবার নগদ টাকা হরিলুট করছে। সরকার যতটুকু ত্রাণ দিয়েছে তার অধিকাংশই তাদের দলীয় নেতা-কর্মীদের তালিকা করে দেয়া। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।
তিনি বলেন, বিশ্বের পরা শক্তিগুলো এখন নিরুপায় হয়ে আসমানের মালিকের দিকে তাকিয়ে আছে। এমতাবস্থায় রমযানের শেষপ্রান্তে নাজাতের দশকে মহান রব্বুল আলামিনের কাছে খাসভাবে সকল প্রকার পাপাচার ছেড়ে তওবা ও ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে গোনাহমুক্ত জীবন-যাপনের জন্য আল্লাহর কাছে ওয়াদা করতে হবে।
Discussion about this post