নজরুল ইসলাম টিপু, আবুধাবিঃ আজকে আবুধাবিতে রাত আটটার পরে ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। বিগত প্রায় পঁচিশ বছরের প্রবাস জীবনে এ ধরনের সমস্যা এ দেশে দেখা যায় নি। আজ সন্ধ্যা রাতের দৃশ্য এটি। সুমসাম নীরবতা, অনেক দোকান পাঠ খোলা আছে, ক্রেতার অভাবে হয়ত বন্ধ হবে কিন্তু এগুলো রাত বারোটার আগে বন্ধ হয়না। ঘরের জানালা দিয়ে ছবিগুলো তোলা। এটা এমন একটা মহাসড়কের দৃশ্য যেটাতে রাত-দিন চব্বিশ ঘণ্টা সরগরম থাকে। এই মহাসড়কে রাতের প্রভাব তেমন একটা থাকেনা। দুবাই থেকে আসার সময়ে এখান দিয়ে আবুধাবিতে প্রবেশ করতে পারে। এখানে মোট বারটি রাস্তা কিন্তু কোথাও গাড়ী লক্ষণ নাই।
তাছাড়া আবুধাবি শহরের নীচ দিয়ে যে টানেল পাড় হয়ে গেছে, সেটা এখান থেকেই গেছে। যার কারণে এ সড়কে গাড়ীর যাতায়াত বন্ধ হয়না। সরকারের একটি মাত্র ঘোষণাতেই থমকে দাড়িয়ে গেছে জনজীবন। পৃথিবীর বহু দেশের মানুষের আনাগোনা এখানে। সবাই জানে যে, এখানে যা বলা হয় তা কার্যকর হয়। এখানকার পুলিশ খুবই বন্ধু-সুলভ কিন্তু অন্যায় কাজে জড়িত পেলে পুলিশের আপন বন্ধুও কোন সহমর্মিতা পায়না। পুলিশে দুর্নীতি নাই বলে এদেশে সবকিছু পরিপাটি সুন্দরের সাথে চলে। মানুষ নিরাপত্তা ও নির্ভরতা পায়। মূলত মানুষের চরিত্রের উপর নির্ভর করে জনগণের চরিত্র বদলে যেতে পারে। আবার শাসকের অনুশাসনের উপর নির্ভর করে জনগণের খাসিয়ত ও খারাপ হয়ে যেতে পারে। কেননা দেশের বেয়াড়া-বেতাল মানুষগুলো যখন এখানে আসে তখন অসম্ভব ভদ্র ও শিষ্টাচারী হয়ে যায়। দেশে ফিরে যাবার পরই খাসিয়ত আগের মত হয়ে যায়।
Discussion about this post