কাজী ইসমাইল আলম , আরব আমিরাত : ১৯০টি দেশের অংশগ্রহণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত হলো স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমস আর এতে রেকর্ড পরিমাণ স্বর্ণ জয়ের ও নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ থেকে আসা শতাধিক কিশোর কিশোরীর দল।
প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ৪০ টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনের পর ২১ তারিখ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনীতে উপস্থিত ছিলেন আবুধাবীর ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাত আর্মি ফোর্সের ডেপুটি কমাণ্ডার মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন রেজাউল হোসেন বাদশা, কামরুন নেসা আশরাফ সহ আরো অনেকে। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের রেকর্ড পরিমাণ স্বর্ণ জয়ের জন্য অভিন্দন জানিয়েছেন আমিরাত প্রবাসীরা।