অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম ইকবাল খান। আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজের প্রথম ম্যাচটাই হয়ে থাকল তামিমের নেতৃত্বে শেষ ম্যাচ। এমনকি এশিয়া কাপেও খেলা হচ্ছে না তামিমের। চোট থেকে পূর্ণ ফিট না হবার সম্ভাবনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সাড়ে রাত ৯টায় গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে বিশেষ বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম ইকবাল নিজেই। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তামিমের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন আগে থেকেই ভাসছিল ক্রিকেট পাড়ায়। তবে বিসিবি চেয়েছিল তার নেতৃত্বেই খেলে যেতে বিশ্বকাপ নাগাদ। সেই চেষ্টাও করেছিল বিসিবি, তবে তামিম স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন এই দায়িত্ব। মূলত ফিটনেস নিয়ে এখনো জড়তা থাকায় চাপ নিতে চাচ্ছেন না তামিম।
তামিমের চোট সমস্যা পুরনো। বেশ কয়েকটি সিরিজ হাতছাড়া করেছেন চোটে। অবসর ভেঙে ফেরার পর চিকিৎসা করাতে ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম। যেখান থেকে অপারেশন করতে বলা হয়। ফলে তামিম মিস করতেন বিশ্বকাপ। ফলে আপাতত ইঞ্জেকশন নিয়ে দেশে ফেরেন তিনি।
তবে তাতেও শেষ রক্ষা হয়নি। বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকলেও এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এশিয়া কাপ থেকে।
মূলত ১১ আগস্ট পর্যন্ত পূর্ন বিশ্রামে থাকতে হবে তামিমকে। পুরোদমে অনুশীলনে ফিরতে সময় লাগবে আরো সপ্তাহখানেক। তাছাড়া রিদমে ফিরতে আর ফিটনেস ঠিক করতে আরো সময় প্রয়োজন তামিমের। ফলে সব মিলিয়ে রিস্কি নিতে চাচ্ছে না বিসিবি।
বিশ্বকাপে পূর্ণ সুস্থ তামিমকে পেতে এশিয়া কাপ থেকে তাকে ছেড়ে দিলো দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার কথা তামিমের।
Discussion about this post