অস্ট্রেলিয়ায় চাকরির সুযোগ রয়েছে– এ প্রলোভনে বাংলাদেশে অনেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে টাকা দিচ্ছেন। টাকা নিয়ে এজেন্সির উধাও হওয়ার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন দেশটিতে চাকরি করতে ইচ্ছুকদের সতর্ক করেছে।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অস্ট্রেলিয়াতে চাকরির প্রলোভন দেখিয়ে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি পেতে ইচ্ছুকদের ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজ যাচাই করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হাইকমিশনের সহায়তা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ায় অস্থায়ী ও স্থায়ী ভিসায় কর্মী নিয়োগে টেম্পরারি স্কিল শর্টেজ ভিসা (সাবক্লাস ৪৮২) চালু রয়েছে। এতে বয়সের বিধিনিষেধ নেই। বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মীদের এ ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে। ভিসা পেতে একজন অস্ট্রেলীয় নাগরিকের স্পন্সর প্রয়োজন হবে। সংশ্লিষ্ট পেশার শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে ট্রেড পেশার জন্য অস্ট্রেলীয় কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ডিপ্লোমার প্রয়োজন হয়। স্কিল লেভেল-১ মাত্রার পেশার জন্য স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তিন-চার বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা না থাকলে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আইইএলটিএসের স্কোর প্রয়োজন পাঁচ থেকে ছয়। তারপর অস্ট্রেলীয় কর্তৃপক্ষের মাধ্যমে দক্ষতা যাচাই করতে হয়। তবে অটোমোটিভ ইলেকট্রিশিয়ান, ক্যাবিনেট মেকার, কারপেন্টার ও জয়েনার, ডিজেল মোটর মেকানিকসহ কয়েকটি পেশার ক্ষেত্রে যাচাই ছাড়াই চাকরি সুযোগ রয়েছে।
সমকাল
Discussion about this post