সেলিব্রেটিবিডি:
বলিউডের প্রভাবশালী অভিনেতা পাটেকারের বিরুদ্ধে ‘আশিকা বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা যৌন হেনস্তার অভিযোগে সরগরম পুরো ভারত। এমন অবস্থায় আর মুখে কলুপ এটে বসে থাকতে পারলেন না জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল।
কারণ নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ এনে হেনস্তার শিকার হয়েছিলেন তনুশ্রী দত্ত। এখনও তেমনটা হচ্ছেন! সম্প্রতি তনুশ্রীর বাড়িতে হামলা এবং হুমকি দেয়া হয়েছে।
‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচারে গিয়ে তনুশ্রীর হেনস্তা নিয়ে কাজ বলেন, ‘তনুশ্রীর একটা কথাও মিথ্যা নয়! তনুশ্রী সব সত্যি বলছেন! আমি এর আগেও অনেকে এভাবে হেনস্তা হয়েছেন সেটা শুনেছি। কিন্তু কেউই বিষয়টা নিয়ে এগোননি, পুরোটাই রয়ে গেছে গুজব হয়ে। এটুকু বলবো- আমার সঙ্গে এমন হলে বা আমার সামনে কারও সঙ্গে এমন হলে আমি অবশ্যই সরব হবো, ঠিক যেমনটা তনুশ্রী হয়েছেন!’
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post