বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াসকে (২৫) মারধর ও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটেআহত আল নূর মো. আয়াস বলেন, বাস থেকে নামার পর মুঠোফোনে কল আসায় ব্রিজ মোড়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি। ওই অবস্থায় ৫-৬ যুবক আসে, তাদের কাউকে আমি চিনি না। আমাকে ছুরি ঠেকিয়ে নিচের দিকে যেতে বলে। সে এলাকাটিতে ‘জয় বাংলা চত্বর’ ছিল। তাদের হাতে ছুরি আর আমার সঙ্গে কেউ ছিল না। নিচে নিয়ে যাওয়ার পর তারা বলতে থাকে, ‘তুই বেশি বাড়াবাড়ি করতাছস। তোদের একেকটাকে ধইরা পিটাইয়া শেষ করে দিব। ব্রিজ মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তুই ভেঙেছিস। তোকে আজকে মেরেই ফেলব, একটাকেও রাখবো না। তুই অনেক কিছু করেছিস, অনেক ক্ষতি করেছিস আমাদের’। এছাড়াও বিভিন্ন রকম কথা বলতে থাকে।
Discussion about this post