চট্টগ্রামের চন্দনাইশে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।আহত দেলোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তিনি দুবাইপ্রবাসী এবং সম্প্রতি দেশে ফিরেছেন।ভুক্তভোগী দেলোয়ারের ছোট ভাই রুবেল হোসেন বলেন, আমাদের বাড়ি নির্মাণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে একটি চিহ্নিত চক্র ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমরা থানায় জিডিও করেছি। সোমবার নির্মাণকাজ চলাকালে হঠাৎ কয়েকজন এসে ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং রড দিয়ে মাথায় আঘাত করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post