আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, যাঁর রয়েছে পরিপূর্ণ ও গুণময় অসংখ্য নাম। তিনি এক ও অদ্বিতীয়। যা তিনি ইচ্ছা করেন, তাই বাস্তবায়িত হয়।
দরুদ ও সালাম বর্ষিত হোক
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং সমগ্র মুসলিম উম্মাহর উপর।
আল্লাহর নাম “আল-লতীফ”
আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটি হল “আল-লতীফ” – অর্থাৎ, তিনি মহা দয়ালু ও সূক্ষ্মদর্শী। তিনি এমনভাবে সবকিছু পরিবেষ্টন করেন যে, আমাদের জ্ঞান তা আয়ত্ত করতে পারে না।আল্লাহ বলেন:
“দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনিই সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। তিনি সুচিন্তক ও সবকিছু পরিবেষ্টনকারী।”
— সূরা আল-আনআম, আয়াত ১০৩
তিনি নিয়ন্ত্রণ করেন প্রতিটি ক্ষুদ্রতম বিষয়ও।
লোকমান (আঃ) তাঁর পুত্রকে বলেছিলেন:
“হে পুত্র! সরিষা দানার সমপরিমাণ কিছু যদি পাথরের মধ্যে, আসমানে কিংবা জমিনে থাকে, আল্লাহ তা বের করে আনবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী ও অবহিত।”
— সূরা লোকমান, আয়াত ১৬
আল্লাহর জ্ঞান থেকে কিছুই গোপন নয়।“সতর্ক হও! যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী ও অবহিত।”
— সূরা আল-মুলক, আয়াত ১৪
তিনি যাকে ইচ্ছা রিজিক দেন।
“আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। যাকে ইচ্ছা রিজিক প্রদান করেন। তিনি শক্তিমান ও পরাক্রমশালী।”
— সূরা আশ-শুরা, আয়াত ১৯
জ্ঞানীদের একজন বলেন:
“আল্লাহ যদি তোমাকে কোনো কাজ থেকে বিরত রাখেন, তাও তোমার জন্য হাদিয়া। কারণ, তিনি বিনা কারণে কিছু করেন না। হতে পারে, সেই কাজে তোমার জন্য বিপদ ছিল।”
— নওয়াদিরুল উসূল ফি আহাদীসির রাসূল, খণ্ড ২, পৃষ্ঠা ২৮৪আল্লাহভীরু ব্যক্তির জন্য রয়েছে আশ্চর্য উপহার।
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ সৃষ্টি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।”
— সূরা আত-তালাক, আয়াত ২-৩
রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
“যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কেয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
— সহিহ মুসলিম, হাদীস ২৬৯৯
“যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করে, আল্লাহও তার প্রতি দয়া করেন।”
— সহিহ বুখারি, হাদীস ৫৬৫৫আল্লাহ বলেন:
“মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো।”
— সূরা আল-বাকারা, আয়াত ৮৩
রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
“আল্লাহ নম্রতাকে ভালোবাসেন।”
— সহিহ মুসলিম, হাদীস ২১৬৫
দোআ:
হে আল্লাহ!
আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল বিপদ থেকে হেফাজত করুন।
আমাদের মা-বাবাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।আমিন।
খতীব:
MQM Saifullah Mehruzzaman
Sustainable City Camp
Sharjah, UAE
Discussion about this post