সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধান্না সিটিতে বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেলেঙ্গানার প্রবাসী দম্পতি সায়েদ ওহিদ ও তার স্ত্রী সানা বেগম নিহত হয়েছেন।
দম্পতির তিন সন্তান — চার মাস, পাঁচ বছর ও ১১ বছর বয়সী — সবাই আহত হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয় জানিয়েছেন, চার মাস বয়সী শিশুর অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি বলেন, “শিশু ও দুই বোন এখনো আবুধাবিতে রয়েছে। ছোট ছেলের অবস্থা খুবই সংকটজনক।”
ওহিদ ২০১৮ সাল থেকে সাইবার সিকিউরিটি খাতে কাজ করছিলেন এবং পরিবারসহ আল ধাফরা অঞ্চলে বসবাস করছিলেন। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।
দুর্ঘটনার পর পরিবারটি ভারতীয় দূতাবাসের সহায়তায় মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে। দূতাবাস মানবিক কারণে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই মরদেহ পাঠানো হয়। শনিবার তাদের দাফন সম্পন্ন হয়।
Discussion about this post