ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলছে বলে জানিতেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, প্রবাসীরা বরাবর-ই তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নেই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশীদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই…। আমরা প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি।’
এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য তিনি রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সহযোগিতা চান।
Discussion about this post