আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় পটুয়াখালীর বাউফলের বুশরা ইসলাম নাফিজা প্রথম হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন বুশরা।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার গুলশান এলাকায় আয়োজিত জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকার হাফেজ মো. বেল্লাল হোসেনের মেয়ে। তিনি বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বুশরার বাবা হাফেজ মো. বেল্লাল হোসেন জানান, পরিবারের লোকজন প্রচারবিমুখ হলেও ক্রমান্বয়ে এলাকায় সবার মধ্যে বিষয়টি জানাজানি হয়ে সে (বুশরা) সবার প্রশংসা পায়। সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে এবার সে সবার দোয়া নিয়ে কাতারে আন্তর্জাতিক কোরআন তোলোয়াত প্রতিযোগিতায় অংশ নেবে।
Discussion about this post