চার বাংলাদেশ মিশনে ৪টি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি ২টি প্রশাসনিক টিম কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।
ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন টিম নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবে। অন্যদিকে, এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিম মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে কাজ করবে। দুই টিম ২১ থেকে ২৭ সেপ্টেম্বর দেশটিতে অবস্থান করবে। টিম ২টির দেশত্যাগের তারিখ নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর এবং প্রত্যাবর্তনের তারিখ ২৯ সেপ্টেম্বর।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকেই এনআইডি কার্যক্রম দেশে চালু হওয়ার আগে দেশত্যাগ করেছেন। ফলে তারা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল পাননি এবং তাদের পরিবারের অনেক সদস্যও দেশে উপস্থিত নন। তাই এবার প্রবাসীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে এনআইডি সেবা সরাসরি চালু করা হচ্ছে।
বর্তমানে ইসি বিশ্বের ১০টি দেশে ১৭টি স্টেশনের মাধ্যমে দূতাবাসে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। এই দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। যুক্তরাষ্ট্রের পর আরও ৩টি দেশে এই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Discussion about this post