রাজনৈতিক মঞ্চে ঝড় তুলেই বিতর্কে জড়ালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২১ আগস্ট হাজারো মানুষের ভিড়ের মধ্যে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সমাবেশে উৎসাহী কয়েকজন র্যাম্পে উঠে পড়লে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজয়ের দেহরক্ষীরা।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিজয় র্যাম্পে হাঁটার সময় হঠাৎই এক ব্যক্তি ছিটকে পড়ে যান । ঘটনাস্থলের র্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল।
এ ঘটনায় শরৎ কুমার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার দাবি, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে র্যাম্প থেকে ছুড়ে ফেলেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) ও ১১৫(আই) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পর থেকেই আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। সমাবেশে তিনি ক্ষমতাসীন বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানান। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে একাই লড়বে।
Discussion about this post