একঝাঁক কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও কলমিবন্ধুদের সংগঠন কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের উদ্যোগে পবিত্র মাহে রমজান, কলম একাডেমি লন্ডনের পরিচালনক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী আমিরাতে শুভাগমন উপলক্ষে কলম একাডেমি লন্ডন-ইউ.এ.ই.চ্যাপ্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
“অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণ মূলক সংগঠন কলম একাডেমি লন্ডন-ইউ.এ.ই. চ্যাপ্টারের আয়োজনে গতকাল শনিবার(০১ মার্চ ২০২৫) বিকাল ৪টা থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোসাফ্ফাস্থ ডায়মন্ড হোটেল হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন করীম থেকে তেলোয়াত করেন মোহাম্মদ কাউছার উদ্দিন হৃদয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এম, শাহেদ সরওয়ার এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর খ্যাত প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিমান বাংলাদেশ এয়ালাইন্স আামিরাতের রিজিওন্যাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাৎ হোসেন ওসংগঠনের প্রধান উপদেষ্টা, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর কবির বাপ্পী।
আলোচনায় আরো অংশ নেন ইউএই ফাষ্ট আবুধাবী ব্যাংকের কনজুমার ইনস্যুরেন্স প্রোডাক্টম্যানেজার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, আবুধাবী কাতার দূতাবাসের কর্মকর্তা, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, কমিউনিটি নেতা মাহবুব খন্দকার, সংগঠনের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, সংগঠনের প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক কাউছার উদ্দিন হৃদয়, সংগঠনের সদস্য মোহাম্মদ সেকান্দর চৌধুরীসহ কলম একাডেমি লন্ডন এর কর্মকর্তা, সদস্যবৃন্দ, আমিরাতে বিশিষ্ট কমিউনিটি নেতা, বাংলাদেশের পতাকাবাহী কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, লেখক, গবেষক ও কলমপ্রেমিকসহ অনেক গণমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কলম একাডেমি লন্ডন থেকে ১৮ সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবসকে জাতীয় দিবস ঘোষণা করাসহ আরোও ১৯টি দাবি সম্বলিত চিঠি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিশ্বের অনেক দেশের মন্ত্রণালয় ও দূতাবাসে প্রেরণ করা হয়েছে। এই দাবির পক্ষে যেকোনো সভা সেমিনার ও লেখালেখির মাধ্যমে সবাই এগিয়ে আসতে হবে। প্রবাসের বুকে কলম একাডেমি লন্ডন-ইউ.এ.ই চ্যাপ্টারের এই ধরণের আয়োজন সত্যিই প্রসংশনীয়। কলমের মাধ্যমে বিশ্বে মহান বাংলাভাষা আরো সম্প্রসারিত ও সম্মানিত হবে। জাতি ধর্ম দল নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হবে লেখকের অধিকার ও অসাম্প্রদায়িক সাম্য সমাজ ব্যবস্থা।
পরিশেষে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের শেখ হুমায়দ বিন রশিদ আল নুয়াইমির ইন্তেকালে শোক পালন ও আবুধাবির তথা আমিরাতের সকল বাংলাদেশী প্রবাসীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
Discussion about this post