মাত্র দুই দিনের ব্যবধানে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। অজ্ঞাতপরিচয়ে একজন ক্ষুদেবার্তায় সালমানকে হত্যার হুমকি দেন। এ সময় সালমানের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অংকের ঙ্কের টাকা দাবি করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এক যুবককে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, বুধবার (৩০ অক্টোবর) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে সালমানের নামে নতুন করে হুমকি আসে। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে সালমানকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাঁচতে চাইলে সালমানকে ২ কোটি রুপি দিতে হবে বলে দাবি করা হয়।
এরপর তা নিয়ে তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় সেদিন রাতেই বান্দ্রা এলাকার বাসিন্দা আজম মোহাম্মাদ মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা সালমান খানের। প্রাণহানির শঙ্কার মধ্যে দিনযাপন করছেন ভাইজান। একের পর এক হত্যার হুমকি! আর তা যেন এখন সালমানের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। গত সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়।
Discussion about this post