রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।যুবকের নাম মো. আশরাফুল (২৩)। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেন।ডিসি বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে।যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয় বলে জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।
প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন।উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না। এরপর যুবকটি সেখান থেকে চলে যান।
Discussion about this post