সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সাইগ
প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এই উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
পাঁচ তারকা হোটেল কন্টিনেন্টালে উক্ত অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে৷ যার কারণে সবার মধ্যে ব্যাপাক উৎসাহ দেখা যাচ্ছে৷ ড. মুহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।
এছাড়াও, আমিরাতে নিযুক্ত এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূতরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
Discussion about this post