জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি ঠিক হয়নি। অথচ তার জনগণের কাছে সেজদা দেওয়ার কথা ছিল। এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন।
গতকাল শনিবার রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নেপাল, তুর্কি ও তিউনিসিয়ায় গণপরিষদ নির্বাচন হয়েছে। যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলতেন, তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। তারা সংস্কার ও গণপরিষদ নির্বাচন বোঝেন না। অথচ ১৯৭৮ সালের ১৭ এপ্রিল দ্বিতীয় ফরমানের মাধ্যমে জিয়াউর রহমানও গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলেন। বিএনপির ৬০ শতাংশ জনসমর্থনের দাবি ‘এক ধরনের আস্ফালন’ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
ঐকমত্য কমিশনও লন্ডন ও গুলশানে ‘সেজদা’ দিচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, আবার এক মাস সময় বাড়ানো হয়েছে, তা হতে পারে না। এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছে। অথচ সেখানে শহীদ পরিবারের সদস্যদের রাখা উচিত ছিল।
Discussion about this post