সমস্ত প্রশংসার দাবীদার একমাত্র মহান আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলা । যিনি ইহসানকারীদের পূণ্য বৃদ্ধি করেন এবং আমলকারীদের প্রতিদান বিনষ্ট করেন না ।
দরুদ ও সালাম সর্বশেষ নবী মুহাম্মদ সাঃ’র উপর বর্ষিত হোক দিবারাত্র ।
হে ঈমানদারগণ ! আল্লাহকে ভয় করো । প্রত্যেকের ভাবা উচিত সে আগামীকালের জন্য কি নিয়ে যাচ্ছে ! আল্লাহকে ভয় করো । তিনি তোমাদের যাবতীয় কার্যাবলী পর্যবেক্ষণ করছেন ।”
সূরা আল্ হাশার ১৮
হে মুসল্লী ভায়েরা ! কাজ কর্মের ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ হওয়া অতীব জরুরী । সৎ হলেই উপার্জন হালাল হবে । অন্যথায় নয় ।
একদা সাইয়্যিদুনা আব্দু্ল্লাহ ইব্নে ওমর রাঃ ( ইসলামের ২য় খলীফা আমিরুল মু’মিনীন ওমর রাঃ’র সন্তান ) মদীনার পথ ধরে যাচ্ছিলেন । এক ছাগল পালক রাখালকে পেয়ে বললেন “ একটি ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও ।” রাখাল বালক বললো “ আমি এ ছাগল সমূহের আমানতদার । আমি একজনের চাকরী করছি । এ ছাগলগুলো আমার নয় । “
এবার রাখালকে পরীক্ষা করতে গিয়ে ইব্নে ওমর রাঃ বললেন “ তোমার মালিককে বলবে যে, একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে !” এ কথা শোনার পর রাখাল ছেলেটি আকাশের দিকে তাকিয়ে বললো “ আল্লাহ কি দেখছেনা ??? এ কথাটি সে তিন তিনবার পুনরাবৃত্তি করে ।”
তাবরানী ১৩০৫৪
দেখুন বিশ্বস্ত সৎ ন্যায়পরায়ণ কর্মচারী কাকে বলে ?
মহানবী সাঃ বলেন “ এমনভাবে ইবাদত করো, যেনো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো । এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তা’হলে এটা মনে করো যে, তিনি তোমাকে দেখছেন ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
আর তাই যে যাঁর দায়িত্ব ও চাকরী সঠিকভাবে আদায় করুন ।
মহানবী সাঃ বলেন “ আল্লাহপাক প্রত্যেক দায়িত্বশীলদেরকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন । সঠিকভাবে আদায় করেছিলো নাকি নষ্ট করেছিলো ।
সুনানে নাসাঈ ৯১২৯
আল্লাহপাক বলেন “ যাঁর যাঁর আমানত ফিরিয়ে দাও এবং আল্লাহকে যেনো ভয় করে ।”
সূরা আল্ বাক্বারা ২৮৩
আল্লাহপাক হুঁশিয়ারি দিয়ে বলেন “ সে কি জানেনা যে, আল্লাহপাক দেখছেন ?
সূরা আল্ আলাক্ব ১৪
মহানবী সাঃ বলেন “ আল্লাহর পছন্দের বান্দা সেই, যে ব্যক্তি একনিষ্টতার সাথে কাজ করে ।”
মুসনাদে আবি ইয়া’লা ৪৩৮৬
আল্লাহপাক বলেন “ কল্যাণমূলক ও তাক্ওয়ার কাজে সহযোগীতা করো ।”
সূরা আল্ মায়েদাহ ২
মহানবী সাঃ বলেন “ ঈমানদারগণ পরস্পর এক ও অভিন্ন অংশ স্বরুপ । একে অপরকে মজবুত করে । “
ছহীহুল বোখারি ৪৮১
ঈমানদার ব্যক্তি অপরের জন্য তাই পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
আল্লাহপাক ততোক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করে থাকে যতোক্ষণ পর্যন্ত সে তাঁর দ্বীনি ভাইকে সাহায্য করতে থাকে ।”
ছহীহ মুসলিম ২৬৯৯
বলুন হে নবী সাঃ ! ইয়া রব আমার ইল্ম বৃদ্ধি করুন ।
সূরা ত্বহা ১১৪
আমি ভালো আমলকারীদের প্রতিদান বর্বাদ করিনা ।”
বললেন আল্লাহপাক ।
সূরা আল্ কাহাফ ৩০
হে কর্মচারী কর্মকর্তাগণ ! সঠিকভাবে যে যাঁর দায়িত্ব পালন করুন । আল্লাহপাক খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না । “
সূরা আল্ আনফাল ৫৮
নিশ্চয়ই আল্লাহপাক অমিতব্যয়ীদেরকে পছন্দ করেন না ।
সূরা আল্ আ’রাফ ৩১
আল্লাহর কসম, যে ব্যক্তি চাকরীর কাজে অতিরিক্ত কোন কিছু গ্রহণ করবে, পরকালে সে তা নিয়ে উত্থিত হবে ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
নম্রতা কাজকে সুন্দর করে ।
ছহীহ মুসলিম ২৫৯৪
হে নবী সাঃ ! আল্লাহর রহমতের কারণে আপনি তাঁদের সাথে নম্রতা দেখিয়ে ছিলেন । পক্ষান্তরে যদি কঠিন ও কর্কশ হতেন, তাঁরা আপনার কাছ থেকে দূরে সরে যেতো । অতএব, তাঁদেরকে ক্ষমা করুন । তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং তাঁদের সাথে পরামর্শ করে কাজ করুন ।
সূরা আল্ ইমরান ১৫৯
প্রিয় ভায়েরা ! চাকরীর ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ হোন ।
ওহে মালিক পক্ষ ! অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করুন ।
ইয়া আল্লাহ ! আমাদের দায়িত্ব ও কাজ সমূহ সঠিকভাবে আদায় করার তওফিক দান করুন ।
আমাদের মা বাবাদেরকে মাফ করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post