সমস্ত প্রশংসা সুবিশাল উদারতার স্বত্বাধিকারী মহান আল্লাহর জন্য । প্রশস্ত করুণাময় এবং নেয়ামতের মালিক । যিনি বড়দের মধ্যে কল্যাণ দান করেছেন ।
অনন্ত অসীম দয়া ও রহমত নাজিল হোক বিশ্বনবী সাঃ, তাঁর পরিবার রাঃ, তাঁর সাহাবীগণ রাঃ, তাবেঈনগণ রাঃ সহ গোটা মুসলিম জাতির উপর ।
*** সেই মহান আল্লাহকে ভয় করো । যাঁর নামে তোমরা একে অপরের সাহায্য প্রার্থী হয়ে থাকো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সতর্ক হও ।”
সূরা আন নিসা ১
প্রিয় নামাজী ভায়েরা ! যারা বয়সে বড় কিংবা বার্ধক্য বয়সে পৌঁছে গেছে, তারা আল্লাহ ও তাঁর রসুলের সাঃ কাছে সম্মানিত । আল্লাহর কাছে তারা মর্যাদাবান । তাদেরকে সম্মান করা, তাদেরকে সাহায্য করা, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয় । কেননা তারা জীবনের একটি লম্বা সময় পার করে এসেছে । তাদের জীবনে রয়েছে নিদারুণ অভিজ্ঞতা ।
বড়দের প্রতি সম্মান প্রদর্শন মহানবী সাঃ ‘র অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত ।
একদা সাইয়্যিদুনা আবু বকর রাঃ তাঁর বৃদ্ধ পিতাকে প্রিয় রসুলের সাঃ খেদমতে নিয়ে আসলে রসুল সাঃ বললেন ‘ আপনার এই মুহতরম বৃদ্ধ বাবাকে এতো কষ্ট করে কেন আমার কাছে নিয়ে এলেন ? আমাকে বললেই আমি নিজেই আপনাদের ঘরে চলে আসতে পারতাম ।”
মুসনাদে আহমদ ১২৬৩৫
মহানবী সাঃ বলেছেন “ কোন মুসলিম নর নারীর মাথার চুল দাড়ি সাদা হয়ে গেলে তাদের সেই সাদা চুল / দাড়ি কেয়ামতের দিন নূর বা আলো হয়ে প্রকাশ পাবে ।”
সুনানে আবু দাউদ ৪২০২
তিনি আরো বলেন “ আল্লাহর বিশাল উদারতার অন্যতম একটি হলো মুসলিম বয়স্ক ব্যক্তিদের প্রতি সম্মান করা ।”
সুনানে আবু দাউদ ৪৮৪৩
প্রিয় নবীজী সাঃ বলেন “ বড়দের সাথে কল্যাণ রয়েছে ।”
ছহীহ ইব্নে হিব্বান ৩১৯/২
মনে রাখবেন যে বড়জনরা ছোটদেরকে স্নেহ করে লালন পালন করে থাকে । আর তাই বড়দের প্রতি ইহসান করবেন ।
আল্লাহ বলেন “ ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া আর কি হতে পারে ?”
সূরা আর রহমান ৬০
মহানবী সাঃ বলেছেন “ যে ব্যক্তি বড়দের প্রতি সম্মান করেনা, সে আমার দলভুক্ত নয় ।”
সুনানে তিরমিজি ২০৪৩
প্রিয় ভায়েরা ! বিশেষ করে মা বাবা যদি বুড়ো বয়সে উপণীত হয়, তাদের প্রতি খুব সিরিয়াস থাকবেন । তাঁদের খেদমত করার ক্ষেত্রে কোন ধরণের অবহেলা করবেন না ।
আল্লাহ বলেন “ তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা কিংবা বাবা অথবা দুই জনেই বার্ধক্যে পৌঁছায়, তাদের সামনে বিরক্তকর শব্দ উচ্চারণ করবেনা । তাঁদেরকে ভৎসনা করবেনা । বরং তাদের সাথে সুন্দর আচরণ করবে । “
সূরা আল ইসরা ২৩
প্রিয় রসুল সাঃ বলেন “ বড়দেরকে অগ্রাধিকার দাও ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
মহানবী সাঃ বলেছেন “ মা বাবা’র অবাধ্য সন্তান জান্নাতে যাবেনা ।”
মুসনাদে আহমদ ৬৮৯২
নবীজী সাঃ বলেন “ ছোটরা যেনো বড়দেরকে সালাম প্রদান করে ।”
ছহীহুল বোখারি ৬২৩১
সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ বলেন “ একদা প্রিয় রসুল সাঃ বললেন একটি বৃক্ষ রয়েছে, যেটা মুসলিম ব্যক্তি সদৃশ ।” তিনি কোন্ গাছের কথা বলতে চেয়েছিলেন আমি জানতাম । অর্থাৎ খেজুর গাছ । কিন্তু আমি ইবনে ওমর ছোট হওয়ার কারণে রসুল সাঃ’র সামনে গাছটির নাম বলিনি বিনয় স্বরুপ ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
প্রিয় মুসলিম ভায়েরা ! মানুষ যখন বৃদ্ধ হয়, নিঃসঙ্গতা অনুভব করে ! মানসিকতা ভেঙ্গে পড়ে ! আর তাই তাদের পাশে বসে সময় দেবেন । তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন । তারা আপনাদের একটু সঙ্গ চায় । এর বাইরে আর কিছু নয় ।
মনে রাখবেন যে আপনারও একদিন এই বয়সে পৌঁছতে পারেন । অন্তত নিজেদের আগামী দিনগুলোর কথা স্মরণ করে বৃদ্ধ মা বাবা আত্মীয় সকলের সংগে ভালো ব্যবহার করুন । তাঁদেরকে সাহায্য করুন । তাদের দোয়া নিন ।
ইয়া আল্লাহ ! সকল মুসলিম বৃদ্ধ মা বাবা ও বড়জনদের ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post