মাদারীপুরের শিবচর উপজেলায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম তানিয়া (২৫)। তিনি সৌদি প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। নিহত তানিয়া এক সন্তানের জননী ও আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তরবাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক খান।
স্থানীয়রা জানান, রোববার রাতে তানিয়া তাদের বসতঘরের দরজা খুলে বাইরে বের হতে যান। দরজার সামনে পা ফেলতেই একটি সাপ তার পায়ে কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক কবিরাজের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক খান বলেন, ‘স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে আনা হলে ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হতো। হাসপাতালে আনার আগেই তানিয়ার মৃত্যু হয়।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’
Discussion about this post