লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় পড়ি দেয়া প্রবাসিরা মাসের পর মাস কাজ না পেয়ে হতাশায় নানান রোগে ভুগছেন। সঠিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন অনেকে।
জানা যায়, শফিকুল ইসলাম (৩৩) নামের এক বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার ছয় মাসেও পায়নি কোন কাজ, অভিযোগ আছে কোম্পানি ভিসাও করে দেয়নি।
কোন কাজ না পেয়ে হতাশায় শফিকুল ইসলাম দেশে ফিরার সিদ্ধান্ত নেয়। পরে বাংলাদেশ হাইকমিশন থেকে টিপি নেন। তবে গত শুক্রবার ঘুমের ঘরে মৃত্যু হয় তার। মৃত্যু আগে তার সহকর্মীরা দূতাবাসের সহযোগীতা চেয়েও ব্যর্থ হয় বলে অভিযোগ আছে। নিহতের বাড়ি পাবনায়।
এদিকে এক ভুক্তভোগী জানান, একই কোম্পানিতে ২৮০ জনের অবস্থা কে কখন অসুস্থ হয়ে মারা যাবে বলা মুশকিল।
ভোক্তভোগীদের বিষয়ে সমাধানে সেলাঙ্গার মানব পাচার বিরোধী কাউন্সিলর সদস্য আজিজ ইসমাইল দুই দেশে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে যোগাযোগ করলেও কোন সমাধান মিলেনি।
অভিযোগ আছে, আটকে পড়া কর্মীরা পাসপোর্ট চাইলে তাদের উপর নেমে আসে ধন্ধকার ছায়া, মারধর করা হয় তাদের।
জেআই/ম্যাসেঞ্জার/
Discussion about this post