মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়াজুড়ে ধরপাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি।
অভিযানে পুত্রজায়া, মেলাকা এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের ১৬০ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকার একটি নির্মানাধীন ভবনে টানা চার ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে প্রথমে ৩৫৬ জন বিদেশিকে তল্লাশি করে ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ জনকে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩৪ জন বাংলাদেশি ছাড়াও ৮৪ জন ইন্দোনেশীয়, ৩ জন মিয়ানমার ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছে। আটককৃতেদর পরবর্তী তদন্তের জন্য দেশটির মাচাপ উম্বু অভিবাসী আটককেন্দ্রে পাঠানো হয়।
জেআই/
Discussion about this post