আমদানি ও রপ্তানির সুবিধার্থে চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চলাচলের দাবি জানালেন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাতে সফররত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সঙ্গে বৈঠকে এ দাবি জানান।
এসময় বৈঠকে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মুহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ ও সদস্য এরশাদুল হক।
বৈঠকে আমিরাত ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সুবিধা ও বিনিয়োগের প্রসার নিয়ে আলোচনা হয়েছে। বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জানান, ‘আমদানি ও রপ্তানির সুবিধার্থে চট্টগ্রাম থেকে দুবাই ও ফুজিরায় সরাসরি জাহাজ চালুর দাবি জানানো হয়েছে। গার্মেন্টস পণ্য, মাছ, মাংস, শাকসবজি মসলাসহ খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে আমিরাতে আমদানি করতে অন্য দেশ হয়ে জাহাজ চলাচলে খরচ বেশি হচ্ছে। তাই বাণিজ্যি সম্প্রসারণ ও সাশ্রয়ের লক্ষ্যে এ দাবি জানাই৷’
ব্যবসায়ী এই নেতা বলেন, ‘প্রতিমন্ত্রী দাবির প্রেক্ষিতে আমাদেরকে বলেছেন দুই স্টেশন থেকে জাহাজ পূর্ণ করার নিশ্চয়তা থাকলে বাণিজ্যের স্বার্থে যেকোনো উদ্যোগ গ্রহণে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের চলমান উন্নয়নে অংশীদার হতে দেশে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন তিনি।’
জেআই/
Discussion about this post