সারা বাংলার পল্লীকবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ফরিদপুরের নিজ বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে সকালে বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতারা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মো. কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, প্রফেসর মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যাপক এম এ সামাদ। এছাড়াও আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাফর শেকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা পল্লী সাহিত্যে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পল্লী কবির জন্ম
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামের নানা বাড়িতে জন্ম গ্রহণ করেন জসীম উদ্দীন। কলেজ জীবনেই ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। এই কবিতাটি পরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’। পরে তিনি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক ভিটায় কবিকে দাফন করা হয়।
Discussion about this post