ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের তাপমাত্রা শূণ্য ডিগ্রি সেলসিয়াসের বেশ নিচে নেমে গেছে। রোববার রাজ্যের রাজধানী শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তার আগের দিন শনিবার শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; অর্থাৎ
আগামী কয়েক দিনের মধ্যে শ্রীনগরসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরও ২ বা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে সোমবার এক পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী শ্রীনগরসহ রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে ব্যাপক শৈত্যপ্রবাহ হলেও বিগত বছরগুলোর তুলনায় তুষারপাতের মাত্রা ছিল অনেক কম।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পুরো ডিসেম্বরে উপত্যকার সমতল অংশে তুষারপাত প্রায় হয়ইনি। পাহাড়ি অঞ্চলগুলোতেও বরফ পড়েছে অন্যান্য বছরের তুলনায় অনেক কম।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাতে পেহেলগামে তাপমাত্রা ছিল মাইনাস ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা আরও নেমে হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজ্যের কাজিগুন্দ ও কোকেরনাগ শহরে রোববার তাপমাত্রা ছিল ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : এনডিটিভি
জেআই/
Discussion about this post