বছর ঘুরে ফিরে আসিল আবার
মহিমান্বিত মাহে রমজান
হায়াতের বাজেটে ফিরে আসে বারংবার
খোদাতায়ালার কৃপায় অফুরান।
শয়তান শিকলে বন্দি রয় হারহরদম
মোবারক রমজান মাসে
গুনাগার উম্মতগণ সদা মশগুল পরম
রাসুলের প্রেম পরশে।
রোজা আর ইবাদতে ব্যস্ত মুমিন মুসলিম
রহমতের রমজান জুড়ে
মসজিদে মসজিদে কোরআন নামাজ কালাম
আদায় করুণ সুরে।
রমজানে বড় ছোট সকলে মিলে
রাখে মাথায় টুপি
পাড়ায় সমাজে রকমারি ইফতার বিলে
অনেকে আবার চুপিচুপি।
বছর ঘুরে বারো মাসে ফিরে আসে
পবিত্র মাহে রমজান
রজব শাবান থেকে নে ইবাদতের প্রস্তুতি
বিশ্বের মুমিন মুসলমান।
শাবানের বিদায়ে মাহে রমজানের চাঁদ দেখে
নাও শপথ মুসলমান
রোজার মাসে সঠিক নামাজ কোরআন শিখে
মজবুত করো ঈমান।
লেখকঃ এম. শাহেদ সারওয়ার
দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
Discussion about this post