প্রেম মানেনা বাঁধা, এবার দীর্ঘ ৯বছরের প্রেমের সম্পর্ককে আরো গভীর করতে ভালোবাসার টানে মিস নেওয়াতী বিনতে মিসকে (২৫) নামের এক মালেশিয়ায় তরুণী বাংলাদেশে ছুটে এসেছে। বিয়ে করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জে দ্বীন মোহাম্মদ নামের এক বাংলাদেশি যুবককে।
মিসনেওয়াতী বিনতে মিসকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে। দ্বীন মোহাম্মদ করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মো. রেনু মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (৫ মার্চ) এক মাসের ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুঁটে এসেছে ওই তরুণী। একই দুই পরিবারের সর্বসম্মতিতে বাংলাদেশি নিয়ম অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়।
এবিষয়ে দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘ প্রায় ৯বছর পূর্বে কাজের উদ্দেশ্য মালেশিয়া পাড়ি জমাই। ২০১৯ সালে কুয়ালালামপুর শহরে একটি পার্সের দোকানে চাকরি করার সময় মিসনেওয়াতী বিনতে মিসকের সাথে পরিচয় হয়। তারপর ভালোলাগা থেকে ভালবাসা হয়। আমাদের প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক। আমাকে পেতে সে বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, বাংলাদেশে আসার পর মঙ্গলবার আমার গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়ায় দু’পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিক বিবাহবন্ধনে আবদ্ধ হই। কিছুদিন পর আমরা দু’জনই আবার মালয়েশিয়ায় চলে যাব।
মিসনেওয়াতী বিনতে মিসকে বলেন, দ্বীন মোহাম্মদ আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। বাংলাদেশে এসে আমি আমার পরিবার ও দ্বীন মোহাম্মদের পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছি।
জেআই/
Discussion about this post