যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন। যোগদানকারীরা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার সময় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।যোগদানকারীরা হলেন বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী ১. হাজি আনসার আলি ২. কাওছার আলি ৩. লিয়াকত আলি ৪. আবুজার আলী ৫. আবুহার আলী ৬. মৃত আব্দুল মাজেদ গাজি ছেলে আবু বক্কর ৭. মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান ৮. মজনুর ছেলে মুকুল হোসেন ও ৯. মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
Discussion about this post