চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধর ও হেনস্থার অভিযোগ ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের শাহাবুদ্দীন ভবন নামের একটি বাসায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মেয়ে শিক্ষার্থী রাত করে আসায় বাসার দরজা খুলতে মানা করে দারোয়ান। পরে ওই বাসার আরও কিছু মেয়ে শিক্ষার্থী এসে দরজা খোলার জন্য জোর করে। পরবর্তীতে গেট খোলার পর ওই দারোয়ান ও মেয়ে শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওই মেয়ে শিক্ষার্থীর গায়ে হাত তুলে দারোয়ান।ভুক্তভোগী দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন, আমি আজকে রাত ১১টা ২০ মিনিটে বাসায় আসি, তখন গেট লাগানো ছিল। আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম গেট খোলার জন্য কিন্তু দারোয়ান গেট খুলছিলেন না। এক পর্যায়ে যখন আমার রুমমেটরা দরজা খুলতে তাকে বাধ্য করল তখন তিনি আমার ওপর চড়াও হন। আমাকে মারধর করেন আমার গায়ে হাত তোলেন। ঘাড়ে চড় মারেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, আমরা বিষয়টি জেনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শিক্ষার্থীরা গ্রামবাসীর ওপরে চড়াও হয়েছে। তবে আমরা ওই বাসার সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।
Discussion about this post