দুবাই সামার সারপ্রাইজেস (ডিএসএস)-এর অংশ হিসেবে আয়োজিত মেগা র্যাফেলে এক ভারতীয় প্রবাসী নারী জিতেছেন ১০ লাখ দিরহাম নগদ অর্থ, আর এক পাকিস্তানি ভিজিটর জিতেছেন একেবারে নতুন নিসান প্যাট্রোল গাড়ি। রোববার, যা ছিল ডিএসএস-এর শেষ দিন, এই ঘোষণা দেওয়া হয়।
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা সুইটি স্ট্যানলি এবং পাকিস্তানের হায়দরাবাদ থেকে আসা রাজ কুমার— এ দুজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মেগা র্যাফেলটি অনুষ্ঠিত হয়েছিল গ্রেট দুবাই সামার সেল (জিডিএসএস)-এর অংশ হিসেবে, যা ডিএসএস-এর দ্বিতীয় নিবেদিত খুচরা বিক্রয় মৌসুম।
রোববার বিকেলে দুবাইয়ের মারকাটো মলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাদেরকে সম্মানিত করেন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্ট (DFRE)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা ডিএসএস আয়োজন করে থাকে।
গ্রেট দুবাই সামার সেল (জিডিএসএস) ক্রেতাদের জন্য বড় ধরনের পুরস্কার জেতার সুযোগ দেয় “শপ, স্ক্যান অ্যান্ড উইন” প্রমোশনের মাধ্যমে। যে সব অংশগ্রহণকারী ৩০০ দিরহাম বা তার বেশি খরচ করেছেন, তারা এই র্যাফেলে অংশগ্রহণের যোগ্য হন
Discussion about this post