ধর্মগ্রন্থ অবমাননা বন্ধে আইনি উপায়ে খুঁজছে ডেনমার্ক সরকার। সুইডেনের রাজধানী স্টকহোমে কয়েক দফা মুসলমানদের ঐশী গ্রন্থ আল-কুরআন অবমাননার পর বিশ্বব্যাপী চরম নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে ডেনমার্ক এখন এই অবস্থান নিয়েছে।
সুইডেন একইভাবে পবিত্র কুরআনে আগুন দেয়া হয়েছে এবং পায়ের নিচে দিয়ে অপমান করা হয়েছে। দুটি দেশেই সরকারি অনুমতি নিয়ে এই ধৃষ্টতাপূর্ণ জঘন্য কাজ করা হয়েছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা ব্যাপক নিন্দা, সমালোচনা ও প্রতিবাদ করেছে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, পবিত্র কুরআন অবমাননার মতো এই ধরনের ঘটনা অত্যন্ত আক্রমণাত্মক এবং ধৃষ্টতাপূর্ণ। তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকজন লোক ডেনিশ সমাজের প্রতিনিধিত্ব করে না। এজন্য সরকার অন্য কোন দেশ, সংস্কৃতি বা ধর্মের অবমাননার বিষয়টি বন্ধ করার জন্য ব্যবস্থা নেবে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননার ফলে ডেনমার্কের ওপর বড় রকমের প্রভাব পড়তে পারে এমনকি দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ধরনের কাজের বিরুদ্ধে যেকোন ব্যবস্থাই নেয়া হোক না কেন, তা সাংবিধানিক পরিকাঠামোর আওতায় নিতে হবে।
পার্সটুডে
Discussion about this post