পবিত্র কোরআন
মোঃ বেলাল উদ্দিন
ইসলাম ধর্মে খুঁজে পাওয়া যায়,
পৃথিবীর এমন শ্রেষ্ঠ্য কিতাব।।
যাহা হাজারো চেষ্টা দিয়ে হলেও,
কেউ পারবে না, কখনো তৈরি তাহার একটা আয়াত।।
যাহা সৃষ্টিকর্তা নিজেই প্রেরণ করেছিলেন,
তাঁর প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ (সঃ) এর হাতে।
মানব জাতির কল্যাণেই।
বিশ্ব জাহান তাহা পেয়ে ধন্য বলেই।।
মুসলমানদের প্রাণের প্রাণ পবিত্র কোরআন।
মুসলমানদের জানের জান পবিত্র কোরআন।
তাহাকে কেউ অবমাননা করে যাবে,
কখনো প্রকৃত মুসলমানরা রইবে না ঘরেই।।
কেউ যদি করে তাহা অবমাননা,
আল্লাহ তায়ালা নিজেই দিবেন অতিদ্রুত প্রমাণ।
তাহা আগলে রাখতে হলে, করতে হবে সম্মান।
কাজেই, মিলবে ইহকাল ও পরকালের সমাধান।।
Discussion about this post