রোমে নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ও বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ‘বাংলা ইনস্টিটিউট অব ইতালি’ নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে রোমের ব্যবসায়িক প্রাণকেন্দ্র ভিত্তোরিওয়ার কাছে ভিয়া কন্তে ভেরদে স্কুল কার্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
স্কুল কমিটির দায়িত্বশীল ব্যক্তিত্ব নোমান চোধুরী ও আশিকুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- ইতালিতে প্রথম নির্বাচিত বাংলাদেশ সমিতির সভাপতি কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি আফতাব বেপারি, আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু, নজরুল ইসলাম বাবু, স্বপন হাওলাদার, প্রবাস কথার ইতালি ইনচার্জ এম কে রহমান লিটন, অভিবাসী পরামর্শক রনি হোসাইনসহ আরও অনেকে।
রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষে প্রথম সচিব সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রথম সচিব বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি, দেশের ইতিহাস উঠতি প্রজন্ম জানবে এই স্কুলের মাধ্যমে। এটা অবশ্যই আনন্দের বিষয়। খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই নিজ শেকড়কে ভুলে না যায়। আমাদের শিশুরা যেন বাংলা ভাষা লালন করে। এ ব্যাপারে দূতাবাসের যতটুকু করণীয় দরকার তা বাংলাদেশ সরকারের হয়ে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত কে এম লোকমান, আফতাব বেপারী, এম এ রব মিন্টুসহ আমন্ত্রিত অতিথিরা স্কুলের পরিচালনা পর্ষদকে সহযোগিতার আশ্বাস দেন এবং সফলতা কামনা করেন। নবপ্রতিষ্ঠিত বাংলা স্কুলের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম- মাহাবুব চৌধুরী, ইকবাল আহমেদ, মো. নোমান চৌধুরী, মো. জহিরুল ইসলাম, রাসেল সিকদার।
অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এর আগে রাষ্ট্রদূতের সম্মানে স্কুলের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রথম সচিবের হাতে তুলে দেওয়া হয়।
Discussion about this post