পারিবারিক কলহের জেরে হতাশায় বাংলাদেশী ওমান প্রবাসী সফি উল্যাহ শাকিল (২৪) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) ভোরে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে। নিহত সফি উল্যাহ নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার পুত্র।
নিহতের ভগ্নিপতি মো. আবু ছায়েদ নিশ্চিত করে জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। গত কিছু দিন যাবত এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করতো। কিন্তু আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। শনিবার ভোরের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।
জেআই/
Discussion about this post